নীলফামারিতে শ্রমিক হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২২ | অনলাইন সংস্করণ
রাবি প্রতিনিধি

নীলফামারীর উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক মো. হাবিব ইসলাম (২১) নামে এক শ্রমিক নিহত ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এসময় শিক্ষার্থীরা ‘শ্রম শোষণ বন্ধ কর’, ‘শ্রমিক হত্যার বিচার চাই’, ‘নীলকর থেকে পুঁজিবাদী, সবাই অত্যাচারী’, ‘আইন শৃঙ্খলার বেহাল দশা, ইন্টেরিম করে রঙ তামাশা’, ‘নীলফামারিতে শ্রমিক মরে, ইন্টেরিম কি করে’, ‘শ্রমিকের ন্যায্য হিস্যা চাই’, ‘হাবিব হত্যার বিচার চাই’ এসব স্লোগান দেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘একটি কোম্পানিতে ৩০ হাজারের অধিক শ্রমিকের মধ্যে তিন হাজার শ্রমিকের বেতন না দিয়ে নানা অজুহাতে চাকরিচ্যুত করা হয়েছে। একইসাথে ভাতা সময়মতো পরিশোধ, আবাসন ও প্রমোশনের জটিলতা নিরসন, সকাল ৭টার আগে ডিউটি না রাখা, গর্ভবতী শ্রমিকদের বিশেষ সুবিধার জন্য আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে হাবিব নামের একজন নিহত হয়েছেন। এভাবে নির্বিচারে শ্রমিক হত্যা বন্ধ ও নিহত শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।
বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম সাকিল বলেন, ‘আমাদের নীলফামারী এই শ্রমিক ভাইদের ঘামের উপর দাড়িয়ে আছে। নীলকররা আমাদের কৃষকদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল। এখনোও এ বড় বড় কোম্পানিদের দ্বারা নির্যাতিত হচ্ছে। আমরা চাই নীলফামারীর শ্রমিকরা তাদের ন্যায্য হিস্যা বুঝে পাক। আমরা আর কোনো শ্রমিকের রক্ত এ বাংলায় দেখতে চাইনা। ইন্টেরিম সরকারের কাছে আমরা শ্রমিক হত্যার বিচার চাই।’
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
