রাকসু নির্বাচনে ছাত্রদল-ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৬ | অনলাইন সংস্করণ
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন-২০২৫ এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিজ নিজ প্যানেল ঘোষণা করেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান ছাত্রদলের প্যানেল ঘোষণা করেন।
একই দিন বিকেল সাড়ে ৫টায় রাকসু কার্যালয়ের সামনে শিবিরের প্যানেল ঘোষণা করেন রাবির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আবদুল মোহাইমিন।
ছাত্রদলের প্যানেল
সহ-সভাপতি (ভিপি) পদে লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) পদে আরবি বিভাগের নাফিউল ইসলাম জীবন (২০১৭-১৮), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সংগীত বিভাগের জাহিন বিশ্বাস এষা (২০২০-২১) প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন, সহক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, সহসাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অধী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহমহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহতথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মারুফ হোসেন, সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাইমুল ইসলাম নাঈম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সহবিতর্ক সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক এআর রাফি খান, সহসম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ) মনোনীত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও মো. আশরাফুল ইসলাম।
ছাত্রশিবিরের প্যানেল
সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে সাবেক সমন্বয়ক ফাহিম রেজা, এজিএস পদে রাবি শাখার সভাপতি সালমান সাব্বির।
এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে হামিদুল্লাহ নাঈম, সহক্রীড়া সম্পাদক আবু সাঈদ নাঈম, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জ্বোহা, সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাঈদা হাফসা, সহমহিলা সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহসম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহমিডিয়া সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হাসান হাওলাদার, সহসম্পাদক মুজাহিদুল ইসলাম সায়েম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর, সহসম্পাদক নয়ন মুরসালিন, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, সহসম্পাদক মাসুমা ইসলাম মোমো। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দ্বীপ, সুজন চন্দ্র, ইমজিয়াউল আলি ও খালিদ হাসান।
এদিকে উভয় সংগঠনই বাকি ১৬টি সম্পাদকীয় ও ৪টি কার্যনির্বাহী সদস্য পদে নিজেদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।
