চুয়েটে ‘রিসার্চ ইভালুয়েশন কমিটি (আরইসি)’ এর ২৮তম সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৮ | অনলাইন সংস্করণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে রিসার্চ ইভালুয়েশন কমিটি (আরইসি) এর ২৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১.০০ ঘটিকায় প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।
সভায় সদস্য সচিব এর দায়িত্ব পালন করেন চুয়েট এর গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর (ডিআরই)-এর পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।
সভায় বিশ্ববিদ্যালয়ের মোট ৬৯টি গবেষণা প্রস্তাবনা উপস্থাপন হয় এবং মোট ৪৭টি গবেষণা প্রকল্প অনুমোদিত হয়।
