বেসরকারি স্কুলে এডহক কমিটির যুগ শেষ, জরুরি নির্দেশনা জারি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৮ | অনলাইন সংস্করণ

দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির কার্যকাল শেষ হতে চলেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা ফেরাতে এবং পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ নভেম্বর ২০২৪ জারি হওয়া প্রজ্ঞাপনে বর্ণিত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান বা মেয়াদ শেষ হওয়া এডহক কমিটিকে ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি দিয়ে প্রতিস্থাপন করতে হবে। যেসব প্রতিষ্ঠানে এখনও এডহক কমিটি গঠন হয়নি, তাদের ১৫ দিনের মধ্যে এডহক কমিটি গঠন করতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সকল এডহক কমিটি আগামী ১ ডিসেম্বর থেকে বিলুপ্ত হবে। কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বশীল হবেন এবং বিধিমতো ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
