ভোট বন্ধ হওয়ার ‘গুজবে’ বিভ্রান্ত না দেওয়ার আহ্বান প্রশাসনের
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৯ | অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ হওয়ার খবরটি গুজব উল্লেখ করে বিভ্রান্ত না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাবির জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোটগ্রহণ চলছে। ভোট দেওয়ার প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দিতে প্রার্থী ও ভোটারদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রে উত্তেজনা দেখা দেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন মোনামির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভির বারী হামিমের। এ সময় শিক্ষক পদত্যাগের হুমকি দিলে হামিম বলেন, ‘আপনি পদত্যাগ করলে আমার কি?’ কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরাও উত্তেজিত হয়ে ওঠেন। তবে কিছুক্ষণ পরেই পরিস্থিতি শান্ত হয়।
