সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে: ঢাবি ভিসি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:১১ | অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ওঠা প্রতিটি অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শেষ হওয়ার পর সিনেট ভবনে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ভোটার এবং প্রার্থীদের সংখ্যা বিবেচনায় এটি একটি বড় নির্বাচান। সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। দুই-তিনটি অভিযোগ এসেছে, সেগুলো নির্বাচন কমিশন যাচাই করে ব্যবস্থা নিচ্ছে। এর বাইরে বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
উপাচার্য আরও জানিয়েছেন, তিনি কোনো নির্দিষ্ট দল বা ঘরানার প্রতি পক্ষপাতিত্ব করেন না এবং সবাইকে নিয়ে চলতে চান।
