বুধবার ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আগামীকাল (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের (ভারপ্রাপ্ত) পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এর আগে সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার কাজ। 

ডাকসু নির্বাচনের জন্য আজও ক্লাস ও পরীক্ষা হয়নি। বড় ধরনের সংঘাত-সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। এখন ভোট গণনা চলছে। ফলাফলের অপেক্ষায় আছেন সবাই।

 

আবা/এসআর/২৫