আগামীকালের জাকসু নির্বাচনে লড়বে ৮ প্যানেল
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৭ জন প্রার্থী। নির্বাচনে বাম, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল অংশগ্রহণ করবে।
গত ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীদের প্রচারণার সময় নির্ধারণ করে দিয়েছিল জাকসু নির্বাচন কমিশন। এতে স্বতন্ত্র ও দলবদ্ধভাবে প্যানেলের মাধ্যমে প্রচারণা করতে দেখা যায় প্রার্থীদের।
এবারের নির্বাচনে অংশগ্রহণ করা প্যানেল আটটি হলো- শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, বাগছাস সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’, ছাত্রদল সমর্থিত প্যানেল, ‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (একাংশ) আংশিক প্যানেল, ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ ও ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’।
আবা/এসআর/২৫
