সাউথইস্ট ইউনিভার্সিটিতে প্রতিবন্ধী যত্ন ও পুনর্বাসন বিষয়ক সেমিনার

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৫ | অনলাইন সংস্করণ

সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) ‘দি নিড ফর রিহেবিলেশন অ্যাজ এ মেজর পার্ট অব ডিজেবল কেয়ার’ শীর্ষক বিশেষ সেমিনারের আয়োজন করেছে। গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ভ্যালেরি এ. টেইলর।

তিনি বলেন, প্রতিবন্ধী মানুষের কল্যাণে নতুন ও স্বল্প খরচের প্রযুক্তি উদ্ভাবনে সিআরপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশে প্রতিবন্ধী যত্নের প্রতি তার আজীবন উৎসর্গ অসংখ্য মানুষের জীবন বদলে দিয়েছে বলেও বক্তৃতায় উল্লেখ করেন তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরটির পরিচালক অধ্যাপক ড. হাসনাত এম. আলমগীর।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।