জাকসুতে ভোট গণনার সময় পোলিং অফিসারের মৃত্যু
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ | অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ও হল সংসদের ভোট গণনাকালে দায়িত্বরত পোলিং অফিসার সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। জান্নাতুল ফেরদৌস চারুকলা বিভাগের পোলিং সহকারী অধ্যাপক ছিলেন।
জানা গেছে, সকালে জাবির সিনেটে দায়িত্ব পালন করতে এসেছিলেন জান্নাতুল ফেরদৌস। এসেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জান্নাতুল ফেরদৌস ২০১৮ এবং ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগ থেকে এমএফএ এবং বিএফএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে (শৃঙ্খলা:চিত্রকলা) প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার গবেষণার মধ্যে রয়েছে- চিত্রকলা, মুসলিম শিল্প এবং শিল্পের ইতিহাস।
উল্লেখ্য, জাকসু নির্বাচনে এবার মোট ভোটারের সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন ১৭৭ জন প্রার্থী। শিবির, ছাত্রদল, বাম ও স্বতন্ত্র সমর্থিতসহ সর্বমোট ৮টি প্যানেল ছিল এবারের জাকসু নির্বাচনে।
