জাকসু নির্বাচন: তৃতীয় দিনেও চলছে ভোট গণনা

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ | অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা গড়িয়েছে তৃতীয় দিনে। এখন পর্যন্ত ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি হলগুলোর ভোট গণনা বেলা ১টার মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা নির্বাচন কমিশনের।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এসব তথ্য জানান জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী।

এর আগে হল সংসদের ভোট গণনা হয়েছে। আজ শনিবার নিয়ে তৃতীয় দিনের মতো জাকসুর ভোট গণনা চলছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে চলছে এই ভোট গণনা। 

ভোট গণনা কখন শেষ হবে—এ বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সময় জানায়নি নির্বাচন কমিশন। বিভিন্ন সময়ে কমিশনের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন সময়সীমা জানানো হয়েছে। গতকাল শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১ টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করতে পারবেন তাঁরা। তারও আগে তিনি গতকাল দুপুরে ফলাফল প্রকাশ করতে পারবেন বলে জানান।

এবারের জাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ৩৪০টি পদের বিপরীতে ৬২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে হল সংসদের ৩১৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন বেশিরভাগ প্রার্থী। তবে এসব পদের মধ্যে ১৩১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ৬৮টি পদ শূন্যই রয়ে গেছে।

কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য মোট ১৭৭ জন প্রার্থী লড়ছেন। এদের মধ্যে ১৩২ জন ছাত্র এবং ৪৫ জন ছাত্রী।

মোট ভোটারের সংখ্যা ছিল ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮ শতাংশ। বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয় এবং রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়।