চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা; ভিপি রনি, জিএস সাঈদ
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৮ | অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির। প্যানেলের নাম রাখা হয়েছে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’। এতে সনাতনী শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং পাঁচ নারী শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে চবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম এই প্যানেল ঘোষণা করেন।
ছাত্রশিবিরের ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা শিবিরের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাবেক অফিস সম্পাদক ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা শিবির শাহজালাল হলের সভাপতি সাজ্জাদ হোসাইন মুন্না।
এ ছাড়া অন্যান্য সম্পাদকীয় পদে মনোনয়নপ্রাপ্তরা হলেন—খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন এবং সহ-খেলাধুলা সম্পাদক শাহপরান মারুফ। সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন হারেজুল ইসলাম, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসেন। দফতর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং সহ-দফতর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত মনোনয়ন পেয়েছেন।
সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে রয়েছেন তাহসিনা রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন এবং বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান। ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা ও সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা মনোনয়ন পেয়েছেন। এছাড়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান ও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ প্যানেলে আছেন।
ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া এবং সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওয়ায়দুল সালমান। আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন তাওহীদ রাব্বি এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।
এ ছাড়াও ৬টি নির্বাহী সদস্য পদে মনোনয়ন পেয়েছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান এবং আদনান শরীফ।
ছাত্রশিবিরে জানায়, বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন সময়ে সামাজিক কার্যক্রম ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছে এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকে নিয়ে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে এই প্যানেল ঘোষণা হয়েছে।
