রাকসু নির্বাচন ২৫ তারিখেই

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ | অনলাইন সংস্করণ

  রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করলেও নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক সেতাউর রহমান।

রোববার (২১ সেপ্টেম্বর) রাকসুর কোষাধক্ষের কার্য্যালয়ে এ কথা জানান তিনি।

প্রধান রিটার্নিং অফিসার বলেন, ‘গতকালকের ঘটনায় আমাদের নির্বাচনি কোন কার্যক্রম ব্যাহত হয়েছে বলে আমরা মনে করছি না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা সকল ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। রাকসু যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের একটা প্রত্যাশা তাই আমরা সকল পক্ষের সহোযোগিত চাই। উপাচার্য স্যারও আমাদের সকল ধরণের কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশনা দিয়েছেন। ২৫ তারিখেই রাকসু নির্বাচন হবে, আমাদের নির্বাচনি সকল কার্যক্রম চলমান।’

শিক্ষক-কর্মকর্তারা যেহেতু কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সেইক্ষেত্রে তারা দায়িত্ব পালন করবেন কিনা এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিক্ষক কর্মকর্তাদের প্রতিনিধির সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন যে গতকালকের ঘটনার ভিত্তিতেই তারা আজকের কর্মসূচি দিয়েছেন এবং সকল জরুরিসেবা তাদের এই আন্দোলনের আওতামুক্ত। তারই প্রেক্ষিতে ২৫ তারিখেই যেহেতু রাকসু নির্বাচন তাই এটি বর্তমানে একটি জরুরি অবস্থানেই আছে। আমরা আমাদের সকল কার্যক্রম চালু রেখেছি, আমাদের অফিস খোলা রয়েছে এবং আমাদের সকল কার্যক্রমই স্বাভাবিকভাবে চলছে।’

এদিকে আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক ঘটনার জেরে পুরো ক্যাম্পাসে এখন থমথমে পরিবেশ বিরাজমান। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ডাকা পূর্ণদিবস কর্মসূচির কারণে প্রচারণার উৎসবমুখর আমেজ এখন আর নেই বললেই চলে। সরেজমিন ঘুরে দেখা যায়, এ কয়েকদিন ধরে প্রার্থীদের প্রচারণায় যে প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল, তা একেবারেই স্থম্বিত হয়ে পড়েছে। গুটিকয়েক প্রার্থী সীমিতভাবে প্রচারণা চালালেও ক্যাম্পাসে ভোটারদের উপস্থিতি নগণ্য।

এ বিষয়ে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’র ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, “পোষ্য কোটা একটি মিমাংসিত কিছু হওয়া সত্যেও আবার ফিরে এসেছে। যতক্ষণ পর্যন্ত পোষ্য কোটাকে বিলুপ্ত না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এবং সাধারণ শিক্ষার্থীরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই ইস্যুকে ঘিরে ক্যাম্পাসের আমাদের প্রচার-প্রচারণাও সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে আগামী ২৫ তারিখে যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, তা অবশ্যই নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হতে হবে।”

ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এর জিএস প্রার্থী ফজলে রাব্বি মোঃ ফাহিম রেজা বলেন, “আজকে আমাদের কোনো প্রচার-প্রচারণা করা হয়নি। আমরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মিটিং এর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। সবকিছু স্বাভাবিক হলে আমরা আমাদের সকল কার্যক্রম আবার চালাব।”

পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় : রাবিতে কর্মরতদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা স্থগিত রাখারই সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট সভা। এদিকে কমপ্লিট শাটডাউনে ঘোষণা করেছে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন। গতকাল বিকেলে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের বাসায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৫টার পর সভা শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ।

তিনি জানান, সিন্ডিকেট সভায় প্রাতিষ্ঠানিক সুবিধায় শিক্ষার্থী ভর্তি স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল হয়েছে। পাশাপাশি শনিবার জুবেরী ভবনে শিক্ষক লাঞ্ছনার যে ঘটনা ঘটেছে, তার তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সিন্ডিকেট একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তও হবে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, ‘গতকাল প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তি স্থগিতের যে ঘোষণা করা হয়েছে, সেই বিষয়টি সিন্ডিকেটকে জানানো হয়েছে। সিন্ডিকেট এই সিদ্ধান্তের প্রতি সমর্থন দিয়েছে। প্রাতিষ্ঠানিক সুবিধায় আজ থেকে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। এটা আমরা শুরু করছি না। আমাদের সংশ্লিষ্ট বডিগুলোতে সকল পক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হবে।’ জুবেরী ভবনে শিক্ষক লাঞ্ছনাকে নজিরবিহীন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল একজন উপ-উপাচার্য এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এ জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া নিরপেক্ষ তদন্তের জন্য সিন্ডিকেট বিচার বিভাগীয় তদন্তেরও সিদ্ধান্ত নিয়েছে।’

সিন্ডিকেট সভায় পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে জানতে চাইলে রাবি অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘এ সিদ্ধান্তে আমরা হতাশ। কারণ, দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ সুবিধা আছে। এটি আমাদের না দেওয়ায় আগামীকাল থেকে আমরা কমপ্লিট শাটডাউনে যাচ্ছি। তবে পরিবহন, পানি, বিদ্যুৎ আর রাকসু এর আওতা মুক্ত থাকবে।

এর আগে, পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শুক্রবার কয়েকজন শিক্ষার্থী অনশনে বসেন, এতে দুজন অসুস্থ হয়ে পড়ে। পরে শনিবার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপ-উপাচার্য মাঈন উদ্দীনকে প্রশাসনিক ভবন থেকে ধাওয়া করে জুবেরী ভবনে নিয়ে যান। সেখানে তারা উপ-উপাচার্যসহ, প্রক্টর, রেজিস্ট্রারসহ কয়েকজন শিক্ষক-কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে এবং হাতাহাতির ঘটনায় উপ-উপাচার্যসহ কয়েকজন আহতও হন। এ সময় সাধারণ শিক্ষার্থী, রাকসু প্রার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যোগ দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জুবেরী ভবনের কয়েকটি জানালা ভাঙচুর হয়। পরে রাত ১০টার দিকে শিক্ষক-কর্মকর্তারা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন। ঘোষণার পর শিক্ষার্থীরা ১৭টি হল থেকে মিছিল বের করে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হতে থাকেন এবং নানা ধরণের স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাত ১টার দিকে প্রশাসন পোষ্য কোটার ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করে এবং গতকাল বিকালে সিন্ডিকেট সভায় সেই সিদ্ধান্ত বহাল রেখেছে।