এবার শাটডাউন স্থগিত করলো জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮ | অনলাইন সংস্করণ
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীবের মৌখিক প্রতিশ্রুতিতে এবং রাকসু নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মাদ আমীরুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল দুপুর ১টায় ৭ দিনের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন রাবি অফিসার সমিতি।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিবৃতিতে জানানো হয়, গত ২০ সেপ্টেম্বর অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে দ্রুততম সময়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদি দ্রুততম সময়ে দোষীদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করা হয়, সেক্ষেত্রে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সাধারণ শিক্ষকদের নিয়ে স্থগিতকৃত কর্মসূচি পুনরায় গ্রহণ করতে বাধ্য হবে বলেও জানান তারা।
