বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১১:১১ | অনলাইন সংস্করণ

  জাককানইবি প্রতিনিধি

কুমিল্লায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম।

রোববার (৫ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আরও দুই নারী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল ইসলাম ও দুই নারী ভবানীপুর ঘাটে খেয়া পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ প্রবল বজ্রপাত হলে তারা গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত দুই নারীর বাড়ি নালা দক্ষিণ গ্রামে, আর রাশেদুল ইসলামের বাড়ি দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে।

রাশেদুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সহপাঠী আরিফুল ইসলাম বলেন,“রাশেদ শুধু একজন সহপাঠী ছিল না, সে ছিল আমাদের দলের প্রাণ। সবসময় হাসিখুশি, উদ্যমী আর ভীষণ সংবেদনশীল একজন মানুষ। সিনেমা নিয়ে তার চিন্তা ছিল অন্যরকম— জীবনের ছোট ছোট বিষয় নিয়েও গভীরভাবে ভাবত সে। এমন একজন বন্ধুকে আমরা হারালাম, যাকে কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়।”

ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান শোক প্রকাশ করে লিখেছেন,"ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী জনাব মো. রাশেদুল ইসলামের প্রতি শোকবার্তা। আল্লাহ সহায় হউন। "

উল্লেখ্য, রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের সামনে তার গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়।