দীর্ঘ ছুটির পর খুলছে নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৫:১৭ | অনলাইন সংস্করণ
জাককানইবি প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)।
সোমবার (৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক হাফিজুর রহমান।
তিনি বলেন, “ছুটি শেষে মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে যথারীতি ক্লাস ও অফিসসমূহ চালু হবে। তবে সরকারি নির্দেশনা ও বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ৭ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত থাকবে।”
দীর্ঘ বিরতির পর আবারও প্রাণ ফিরে পেয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা ধীরে ধীরে ফিরছেন নিজেদের হলে, মেসে ও চেনা প্রাঙ্গণে। চারপাশে আবারও দেখা যাচ্ছে পরিচিত মুখ—প্রিয় সহপাঠীদের হাসি-আনন্দে মুখরিত মিলনমেলা।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ এবং ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।
