বেরোবির ১ম সমাবর্তন ২০ ডিসেম্বর
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৬:০৫ | অনলাইন সংস্করণ
বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এ তথ্য জানান।
উপাচার্য বলেন, প্রথম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
এর আগে, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে পরে ব্যক্তিগত কারণে তিনি না আসার সিদ্ধান্ত জানান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে সম্মতি দেওয়ায় এখন সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সংবাদ সম্মেলনে উপাচার্যের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. ফেরদৌস রহমান এবং সমাবর্তন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. তাজুল ইসলাম।
