চাকসু নির্বাচনে বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের ইশতেহার ঘোষণা

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ২১:২১ | অনলাইন সংস্করণ

  চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেল সাত দফা ইশতেহার ঘোষণা করেছে। সাত দফা সম্বলিত এই ইশতেহারে মোট ৪৫টি প্রতিশ্রুতি তুলে ধরেন তারা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন প্যানেলের জিএস প্রার্থী চৌধুরী তাসনিম জাহান শ্রাবণ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্যানলের ভিপি প্রার্থী আবির বিন জাবেদ, এজিএস প্রার্থী পলাশ দে ও অন্যান্য প্রার্থীরা।

ঘোষিত ইশতেহারের সাত দফা প্রস্তাবনার মধ্যে রয়েছে— পরিবহন খাত, স্বাস্থ্য খাত, আবাসন ও খাদ্য, প্রশাসনিক খাত, গবেষণা ও একাডেমিক খাত, নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সবুজ ক্যাম্পাস, শিক্ষার্থীদের সুবিধা নিয়ে কাজ করা।

ইশতেহার ঘোষণার পূর্বে প্যানেলের ভিপি প্রার্থী আবির বিন জাবেদ লিখিত প্রস্তাবনায় বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ ক্যাম্পাস হওয়া সত্ত্বেও এই বিশ্ববিদ্যালয় তার পূর্ণ সম্ভাবনার অতি সামান্যই কাজে লাগাতে পেরেছে। প্রায় প্রত্যেকটি র‍্যাংকিংয়ে চবির অবস্থান তলানিতে। শিক্ষা গবেষণায় উচ্চতর লক্ষ্য দূরে থাক, শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত আবাসন, মানসম্মত খাবার ও নিরাপদ যাতায়াতের মতো ন্যূনতম মৌলিক চাহিদাগুলোও যেন দুরাশা হয়ে দাঁড়িয়েছে।

এ সময় তিনি আরও বলেন, দীর্ঘদিনের বঞ্চনা ও শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিমাতাসুলভ আচরণের অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থেই শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীতিতে আগুয়ান হবে ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’।