৪৮ ঘন্টার মধ্যে ইবির শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল চায় ছাত্রদল
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১৯:২১ | অনলাইন সংস্করণ
ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে শাখা ছাত্রদল।
শনিবার (১১ অক্টোবর) বেলা ১২ টায় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি করা হয়।
এসময় তারা প্রশাসনকে আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়। একই সাথে সংগঠনটি আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ'র হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয়ের বাস চালককে মারধরের বিচার দাবি করে।
পরে এসব দাবি নিয়ে বেলা ২ টার দিকে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর সাথে সাক্ষাৎ করেন তারা।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, আবু দাউদ, আহসান হাবীব, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, উল্লাস ও সাব্বিরসহ অন্য নেতাকর্মীরা।
গত ৯ অক্টোবর ফোকলোর স্টাডিজ ও ১০ অক্টোবর ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়। নিয়োগ বোর্ডের মাধ্যমে ছাত্রলীগ ও আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে বলে অভিযোগ তুলে ছাত্রদল নেতারা বলেন, ফোকলোর স্টাডিজ বিভাগে আওয়ামী লীগের দোসর ও ছাত্রলীগ সংশ্লিষ্টদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে।
এছাড়া ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নিয়োগ বোর্ডে ফ্যাসিস্ট হিসেবে পরিচিত বিভাগের সভাপতিকে রাখা হয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসন এই ক্যাম্পাসে চলবে না। আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিয়োগ বোর্ড বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
পাশাপাশি শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকূপা এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস চালকের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন নেতারা।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ব্যর্থ প্রশাসন। এমন নির্লজ্জ প্রশাসন আগে দেখিনি। ছাত্রজনতার রক্তের বিনিময়ে আপনাদের চেয়ারে বসানো হয়েছে। আর আপনারা আছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের পুনর্বাসনে। নিয়োগের হায়ার বোর্ডে ফ্যাসিস্টদের রাখা হয়েছে। ফোকলোর বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ছাত্রলীগকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিয়োগ বোর্ড বাতিল করতে হবে। আওয়ামী ছাত্রলীগকে পুনর্বাসনের দায়ে আপনারা অভিযুক্ত হয়েছেন। আওয়ামী লীগের দোসরদের সাথে কোন প্রেম চলবে না।”
এসময় তিনি সাজিদ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিশ্ববিদ্যালয়ের বাস চালকের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
