চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৭:২৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। তবে কিছু ভোটকেন্দ্রে সারিতে থাকা ভোটাররা নির্ধারিত সময়ের পরও ভোট দিতে সক্ষম হন।
দিনভর উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে ভোটগ্রহণ চলেছে।
২৬টি পদের জন্য ব্যালটে সিল দিতে সময় বেশি লাগায় বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী দীর্ঘ সময় অপেক্ষা করলেও ভোটদানে আগ্রহ হারাননি।
প্রধান নির্বাচন কমিশনার মো. মনির উদ্দিন জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ বিকেল চারটায় শেষ হয়েছে। কেন্দ্র থেকে ব্যালটগুলো পৃথক করে ডিনের কার্যালয়ে নেওয়া হচ্ছে এবং ক্যামেরার সামনে ভোট গণনা করা হবে। ভোট শেষে বিভিন্ন কেন্দ্রের সামনে প্রার্থী ও তাদের সমর্থকেরা ফলাফলের অপেক্ষায় অবস্থান করছেন।
তবে ভোটগ্রহণে কিছু অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগও এসেছে। ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা জানান, কিছু কেন্দ্রে অমোচনীয় কালি না থাকায় জাল ভোটের শঙ্কা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বস্ত করেছে যে ছবিসহ ভোটার তালিকা ব্যবহারের কারণে কোনো ধরনের জাল ভোটের সুযোগ নেই।
প্রার্থীরা জানিয়েছেন, সুষ্ঠু ভোট হলে তারা ফলাফল মেনে নিয়ে একযোগে কাজ করবেন।
চাকসু ও হল সংসদ মিলিয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮ জন প্রার্থী; এর মধ্যে চাকসুতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন। ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন।
বর্তমানে ভোট গণনার কাজ চলছে, যা দুই ধাপে সম্পন্ন হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
