রাকসুর আচরণবিধি লঙ্ঘন: ক্যাম্পাসে অবস্থান করছেন ছাত্রদল নেতা আমান
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৯:২৮ | অনলাইন সংস্করণ
রাবি প্রতিনিধি

রাকসুর আচরণবিধি লঙ্ঘন করে ক্যাম্পাসে ঢুকে নেতা-কর্মীদের সাথে অবস্থান করছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে আড্ডা দিতে দেখা যায় তাকে।
সরেজমিনে দেখা যায়, আজ সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে কয়েকজন নেতাকর্মীর সাথে বসে রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। তার সাথে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফার্সি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী তাহের রহমানও ছিলেন। এছাড়াও শাখা ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়।
এদিকে রাকসুর নির্বাচন উপলক্ষ্যে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাচন কমিশন। এ ছাড়া কয়েকদিন ধরে হলগুলোতে যাতে কোনো বহিরাগত না থাকে সেজন্য তল্লাশি কার্যক্রম চালায় নির্বাচন কমিশন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, আশ্চর্য! সে কীভাবে ভেতরে ঢুকল— তা আমাদের জানা নেই। প্রতিটি গেটে চেকপোস্ট রয়েছে, আমরা কঠোর নিরাপত্তা দিচ্ছি। তারপরও কীভাবে সে প্রবেশ করল, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, উনি ঢুকলেন কীভাবে? উনার তো আসার কথা না এখানে। উনি কীভাবে ঢুকলেন? আচ্ছা, বিষয়টা আমি দেখছি।
তবে এ বিষয়ে জানতে ছাত্রদল নেতা আমানউল্লাহ আমানকে একাধিকবার মুঠোফোনে কল করলে তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা পাঠালেও তার বক্তব্য পাওয়া যায়নি।
