রাকসুর নির্বাচন আজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ | অনলাইন সংস্করণ

  রাবি প্রতিনিধি

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ আজ। ইতোমধ্যেই শেষ হয়েছে ভোটের যাবতীয় প্রস্তুতি।

রাকসুর ১৫তম নির্বাচন এটি। ১৯৫৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৬২ সালে প্রথমবার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ রাকসু নির্বাচন (১৪তম) হয়েছিল ১৯৯০ সালের ২৯ জুলাই।

ঘোষিত সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৭টি ভোটকেন্দ্রের ৯০৯টি বুথে একটানা ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ শেষে পরবর্তী ১৭ ঘণ্টার মধ্যে ওএমআর মেশিনে গণনার পর ফল ঘোষণা করা হবে। ভোটকেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা।

বিকেল পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ফলাফল গণনা শুরু হবে। ১৭টি কেন্দ্রের ভোট ১৭ ঘণ্টার মধ্যে দেয়ার চেষ্টা করা হবে বলে বুধবার (১৫ অক্টোবর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছে নির্বাচন কনিশন।

লিখিত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন তারা। তাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া। তাই প্রতিটি ধাপে নির্বাচনকে বিতর্কমুক্ত রাখতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।

নির্বাচনে প্রার্থী এবং ভোটারের সংখ্যা নিয়ে তিনি বলেন, এবারের রাকসু নির্বাচনে ২৮ হাজার ৯০১ ভোটার। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।

 

আবা/এসআর/২৫