৩৪৫ প্রতিষ্ঠানের সবাই পাস
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১১:২৩ | অনলাইন সংস্করণ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে গত বছরের তুলনায় এটি উল্লেখযোগ্য হারে কম। ২০২৪ সালে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজার ৩৮৮টি। সে হিসেবে এবার কমেছে ১ হাজার ৪৩টি প্রতিষ্ঠান।
বুধবার (১৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানিয়েছেন।
এর আগে, সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড নিজ নিজ পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল একযোগে প্রকাশ করে। এবার গড় পাসের হার পাসের হার ৫৮.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।
এদিকে, এবার ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। যেখানে গত বছর, ২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৬৫টি।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
