শিক্ষা উপদেষ্টার প্রস্তাব প্রত্যাখ্যান এমপিওভুক্ত শিক্ষকদের

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২১:১৯ | অনলাইন সংস্করণ

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবির প্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভা থেকে শিক্ষক প্রতিনিধিদল দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে বসেন। বৈঠকে অধ্যাপক রফিকুল আবরার বলেন, “আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমার মন্ত্রিসভার সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল।”

বৃহস্পতিবার সকাল থেকেই শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিলেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানে ১৬ সদস্যের শিক্ষক প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দেন।

এর আগে গত রোববার থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। সারা দেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী এতে অংশ নেন। কিন্তু কিছু সময় পর লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন।

আজ বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।

শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া ভাতা, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।