রাবির ছাত্রীদের ৬ হলেই জয়ী ইসলামী ছাত্রীসংস্থার নেতাকর্মী
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১২:২২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হল সংসদ নির্বাচনে নারী শিক্ষার্থীদের ছয়টি হলে ভিপি, জিএস ও এজিএস পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্রীসংস্থার নেতাকর্মীরা। তারা ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন।
ভোট গণনার পর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফছা বলেন, ‘আলহামদুলিল্লাহ! ছাত্রীদের ছয়টি হলেই ছাত্রীসংস্থার প্রার্থী ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ী হয়েছেন। সবাইকে আন্তরিক অভিনন্দন। আল্লাহ সবার দায়িত্ব পালনকে সহজ করুন।’
এদিকে ছাত্রদের মধ্যে ১১টি হলে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরাই ভিপি, জিএস ও এজিএস পদে জয়ী হয়েছেন। কেন্দ্রীয় সংসদে মোট ২৩টি পদে শিবির সমর্থিত প্যানেল ২০টি পদ দখল করেছে।
ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।
জিএস পদে স্বতন্ত্র প্রার্থী ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মা বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি ১১ হাজার ৪৯৭ ভোট পেয়ে জেতেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট। সালাউদ্দিন আম্মা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, আর ফাহিম রেজাও সাবেক সমন্বয়ক।
এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম সালমান সাব্বির জয়ী হয়েছেন। তিনি ৬ হাজার ৯৭৫ ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা ৫ হাজার ৯৫১ ভোট পেয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এবং নতুন সমীকরণ উভয়ই তৈরি করেছে। শিবির সমর্থিত জোটের জয় কলেজ ও হল পর্যায়ে তাদের প্রভাবকে আরও দৃঢ় করেছে।
