রাকসুতে ছাত্রদলের একমাত্র জয়ী ক্রীড়া সম্পাদক নার্গিস
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৩:১৫ | অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ বিপুল জয় অর্জন করেছে। ২৩টি কেন্দ্রীয় পদে ২০টিতে তাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্য তিনটি পদে স্বতন্ত্র ও ছাত্রদলের প্রার্থীরা জয়ী হয়েছেন।
নির্বাচনের সবচেয়ে আলোচিত ফল হলো ক্রীড়া সম্পাদক পদে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মোসা নার্গিস আক্তারের বিজয়। তিনি ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন। নার্গিস রাকসুর ইতিহাসে ছাত্রদল প্যানেল থেকে একমাত্র বিজয়ী হিসেবে পরিচিত হয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভোট পেয়েছেন ১২ হাজার ৬৮৭টি। একই পদে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭টি ভোট।
বাকি দুই পদে স্বতন্ত্র প্রার্থীর জয় হয়েছে। জিএস হিসেবে বিজয়ী হয়েছেন সালাউদ্দিন আম্মার এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন তোফায়েল আহমেদ তোফা। নির্বাচনের এই ফলাফল শিক্ষার্থীদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শিবির সমর্থিত প্রার্থীদের বিপুল জয়কে অনেকেই শিবিরের প্রভাবের পুনরাবির্তন হিসেবে দেখছেন।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে। ভোটগ্রহণ সকাল থেকে শুরু হয়ে বিরামহীনভাবে চলেছে, শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল যথেষ্ট উৎসাহব্যঞ্জক। মোট ভোটার উপস্থিতি ছিল প্রায় ২০ হাজার।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রাকসু নির্বাচন দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হয়েছে। ২০১১ সালের পর কেন্দ্রীয় ছাত্র সংসদে এমন ব্যাপক নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ঘটেনি। ফলে শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের উত্তেজনা ও অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।
এবারের ফলাফলে দেখা যাচ্ছে, ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীরা কিছু গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছেন, তবে শিবির সমর্থিত প্যানেল কেন্দ্রীয় সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। ফলে ভবিষ্যতে ছাত্র রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে।
