সিনেটেও শিবিরের দাপট: ৫ পদের ৪টিতেই জয়
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৪:২৫ | অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের পাশাপাশি সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ বিশেষ সাফল্য অর্জন করেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
নির্বাচনের তথ্যানুসারে, সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মোট ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৫টি পদের মধ্যে ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে চারজন এবং একজন সাবেক সমন্বয়ক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন রাকসুর নতুন ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা, আকিল বিন তালেব, এসএম সালমান সাব্বির এবং সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম ফলাফল ঘোষণার পর বলেন, “আমরা চেষ্টা করেছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার। শিক্ষার্থীরা আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট। যারা নির্বাচিত হয়েছেন, তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে আমার বিশ্বাস।”
এবারের রাকসু এবং সিনেট নির্বাচনে শিবিরের প্রার্থীদের দাপট শিক্ষার্থী রাজনীতিতে নতুন প্রভাব দেখিয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় পদগুলোতে তাদের বিজয় শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক ভারসাম্য এবং প্রভাবের একটি নতুন চিত্র উপস্থাপন করছে।
নির্বাচন পুরোপুরি শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে শেষ হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এতে প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্যানেলের শিক্ষার্থীরা কিছুটা হতাশ হলেও ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশংসিত হয়েছে।
