ঢাবি ক্যাম্পাসে ফের যান চলাচল নিয়ন্ত্রণ করবে প্রসাশন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৫:৪০ | অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আবারও যান চলাচল নিয়ন্ত্রণ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামীকাল রোববার থেকে এ নিয়ন্ত্রণ কার্যকর হবে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাবি প্রক্টরের দপ্তর থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল পুনরায় নিয়ন্ত্রণের কাজ ১৯ অক্টোবর (রোববার) থেকে শুরু হবে। 

এতে জানানো হয়, শুক্রবার, শনিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং অফিস চলাকালীন দিনগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্দিষ্ট প্রবেশপথগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এসব প্রবেশপথ হলো—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় এবং নীলক্ষেত।

এই সময়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন, জরুরি সেবা (যেমন: অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগীবাহী গাড়ি, সাংবাদিক, রাইডশেয়ার, খাবার সরবরাহকারী যানবাহন, অনলাইন শপিং ডেলিভারি, এবং অন্যান্য সরকারি গাড়ি) ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। অন্যান্য সব যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

তবে গণপরিবহণ এবং ভারী যানবাহন প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।