৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ২৩:০৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শিক্ষা ক্যাডার নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২১৯ জন প্রার্থী।

রোববার (১৯ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে ফল প্রকাশ করা হয়।

পিএসসির সূত্রে জানা গেছে, ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। শুধু ঢাকা মহানগরে এ পরীক্ষার কেন্দ্র ছিল। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী। আর পরীক্ষায় অংশ নেন ৫৬ শতাংশ প্রার্থী।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফল কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। যুক্তিসংগত কারণে প্রয়োজন মনে করলে কমিশন ফল সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

পিএসসির রোডম্যাপ অনুযায়ী, ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই এতে অংশ নিতে পারবেন।

 

আবা/এসআর/২৫