জবি শিক্ষার্থী হত্যা: বিচারের দাবিতে ইবি ছাত্রদলের বিক্ষোভ
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৫:২০ | অনলাইন সংস্করণ

ইবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
সোমবার (২০ অক্টোবর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, আবু দাউদ, আহসান হাবীব, সদস্য রাফিজ আহমেদ ও নূর উদ্দিনসহ অন্য নেতাকর্মীরা।
মিছিলে তারা ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘জবিতে লাশ পড়ে, ইন্টেরিম কি করে’ ‘ইবিতে লাশ পড়ে, ইন্টেরিম কি করে’, ‘খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’, ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস’সহ বিভিন্ন স্লোগান দেয়।
সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদকে কে বা কারা হত্যা করেছে। যদিও জুবায়েদের ছাত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখেছি একজন লাল শার্ট পড়া ও একজন ব্ল্যাক শার্ট পড়া ব্যক্তি। যাদেরকে পুলিশ এখনো দেখতে পেয়েছি। আমাদের দাবি অতিদ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে।
এছাড়া তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হত্যার তিন মাস হলেও বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ার পুলিশ প্রশাসন কিছুই করতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে। যদিও সিআইডি তদন্ত অব্যাহত রেখেছে। সাজিদের খুনিদের এখনো গ্রেফতার করা হয়নি। আমরা এই সরকারকে আর বেশি সময় দিবো না। এই দেবো হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
প্রসঙ্গত, গতকাল সন্ধ্যার দিকে পুরান ঢাকার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ রহমানের লাশ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
