তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সবুজ মাদবর

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৭:৫৯ | অনলাইন সংস্করণ

শরীয়তপুরের জাজিরা থানার অন্তর্গত কুন্ডেরচর ইউনিয়নের বাসিন্দা সবুজ মাদবর সম্প্রতি ছাত্র অধিকার পরিষদ, সরকারি তিতুমীর কলেজ শাখায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সরকারি তিতুমীর কলেজে ৪০ সদস্য বিশিষ্ট ছাত্র অধিকার পরিষদের এ কমিটির মেয়াদ ১ বছর। নবনির্বাচিত এই কমিটি শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় কাজ করবে।

নতুন কমিটি প্রসঙ্গে সবুজ মাদবর বলেন, “নবনির্বাচিত সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দেশের কল্যাণে মানবসেবায় কাজ করে যেতে চাই। ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার মাধ্যম। সেই লক্ষ্যে আমি তিতুমীর শিক্ষার্থীসহ সারাদেশের শিক্ষার্থীদের কল্যাণে তাদের যৌক্তিক দাবিদাওয়া ও ন্যায্য অধিকার পূরণে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “যদি কখনো শরীয়তপুরের মানুষের জন্য কাজ করার সুযোগ পাই, তাহলে নিজস্ব সর্বোচ্চ চেষ্টা ও পরিশ্রম দিয়ে সাহায্য ও সহযোগিতা করবো।”