মেহেদি উৎসবের মধ্য দিয়ে ইবি ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ২০:১৮ | অনলাইন সংস্করণ
ইবি প্রতিনিধি

আত্মপ্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রী সংস্থা। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী মেহেদি উৎসবের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
এতে সভানেত্রীর দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের (২০১৮-১৯ সেশন) শিক্ষার্থী ইয়াসমিন আক্তার।
দুই দিনব্যাপী মেহেদি উৎসবে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। উৎসবের মাধ্যমে সংগঠনটির সদস্যরা নতুন সদস্য আহ্বান করেন এবং নারী শিক্ষার্থীদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিন আক্তার বলেন, “ছাত্রী সংস্থার এমন আয়োজন দেখে সত্যিই ভালো লাগছে। বান্ধবীদের নিয়ে মেহেদি দিতে চলে এসেছি। এখানের আপুরা অনেক আন্তরিক। আমরা চাই, তারা এমন আয়োজন আরও বেশি বেশি করুক।”
বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ইবি শাখার সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, “আলহামদুলিল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুই দিনব্যাপী মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে। এটি সুস্থ সংস্কৃতিচর্চার অংশ হিসেবে শুধুমাত্র ছাত্রীদের নিয়ে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। আমাদের শাখা নিয়মিতভাবেই নানাবিধ ইতিবাচক কর্মসূচির আয়োজন করে থাকে। বিগত ফ্যাসিস্ট সময়ে এমন আয়োজন বৃহত্তর পরিসরে করা সম্ভব হয়নি। তবে ফ্যাসিস্ট পরবর্তী সময়ে এসে আমরা ছাত্রীদের সম্পৃক্ত করে কার্যক্রমগুলো পুনরায় শুরু করেছি এবং ইনশাআল্লাহ সামনে তা আরও বিস্তৃত হবে। আমরা এই উৎসবের মাধ্যমে সকল ছাত্রীবোনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই।”
