ঢাবির হলে ধূমপানে জরিমানা, মাদক সেবনে বহিষ্কার

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৭:৪৭ | অনলাইন সংস্করণ

  বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সুষ্ঠু, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। নিয়ম অমান্য করলে করা হবে জরিমানা। এছাড়া মাদকসহ ধরা পড়লে করা হবে বহিষ্কার।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে হল প্রাধ্যক্ষ অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে, সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ তিনশত টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে। 

এছাড়াও সকল শিক্ষার্থীকে উক্ত নিয়মাবলি কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে হল প্রশাসন।