বর্ণাঢ্য আয়োজনে ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ২০:৫৫ | অনলাইন সংস্করণ

  ইবি প্রতিনিধি

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সোমবার (১০ নভেম্বর) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করে বিভাগের শিক্ষার্থীরা।

র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. অরবিন্দ সাহাসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

র‍্যালি শেষে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম বিভাগগুলোর একটি হলো হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ। বিভাগের শিক্ষার্থীরা ব্যাংক ও পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আমাদের র‍্যালির মূল উদ্দেশ্য হিসাববিজ্ঞানের গুরুত্ব তুলে ধরা এবং তরুণ প্রজন্মের মধ্যে এ বিষয়ে আগ্রহ সৃষ্টি করা।

বিভাগটির সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ পেশাজীবী ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে একটি সফল র‍্যালি আয়োজন করেছে। এই দিবসটি ১৪৯৪ সালে লুকা প্যাসিওলির ‘ডাবল এন্ট্রি সিস্টেম’ প্রবর্তনের স্মরণে পালিত হয়, যা আধুনিক হিসাববিজ্ঞানের ভিত্তি স্থাপন করে।

প্রসঙ্গত, ১৯৭২ সালে সান ডিয়েগোতে তরুণদেরকে হিসাববিজ্ঞানকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহ প্রদানের লক্ষ্যে পৃথিবীতে প্রথম আনুষ্ঠানিকভাবে ‘হিসাববিজ্ঞান দিবস’ উদযাপন করা হয়। এরপর থেকে প্রতিবছর ১০ নভেম্বর দিবসটি পালিত হয়ে আসছে।