রাবিতে নর্থ বেঙ্গল মডেল ইউনাইটেড ন্যাশনস অনুষ্ঠিত
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ২১:১৭ | অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে “সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের মাধ্যমে পরিবেশগত স্থিতিস্থাপকতা ও জলবায়ু ন্যায়বিচার রক্ষা” শিরোনামে চতুর্থবারের মতো শেষ হলো দুইদিনব্যাপী আঞ্চলিক ছায়া জাতিসংঘ সম্মেলন। শনিবার সন্ধ্যায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এই সম্মেলনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা (আরইউমুনা) এই সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক।
এ সময় তিনি পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে তরুণদের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার প্রধান উপদেষ্টা অধ্যাপক পারভেজ আজহারুল হক এবং অন্যতম উপদেষ্টা অধ্যাপক আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে সম্মেলনের সেক্রেটারি জেনারেল শুভ্রদেব চাকমা সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন উক্ত সম্মেলনের ডেপুটি সেক্রেটারি জেনারেল চয়েস তালুকদার, ডিরেক্টর জেনারেল ইসরাত জাহান শৈলী, চার্জ ডি অ্যাফেয়ার্স হাসিনুর রহমান হিমেল, ব্র্যান্ডিং অ্যান্ড পাবলিকেশন প্রধান মুকিত আলম, কনফারেন্স ম্যানেজমেন্ট প্রধান আফ্রিদা বিনতে ইকবাল, ডেলিগেট অ্যাফেয়ার্স প্রধান মশিউর রহমান, হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রধান সুমাইয়া আকতার আলো, ফুড অ্যান্ড সাপোর্ট প্রধান ইয়াছিন আরাফাত ও লজিস্টিকস অ্যান্ড সিকিউরিটি প্রধান প্রনব কুমার সাহা।
সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ২২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদেরকে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম নামে পাঁচটি কমিটিতে ভাগ করা হয়। এই সম্মেলনে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তারা বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করেন।
প্রসঙ্গত, জাতিসংঘের আদলে দুইদিনব্যাপী এই আঞ্চলিক সম্মেলন শুরু হয় ৭ নভেম্বর। জাতিসংঘের আদলে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা নিয়ে এই সম্মেলনে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জাতিসংঘে একজন কূটনীতিক নিজের দেশকে যেভাবে প্রতিনিধিত্ব করেন, একইভাবে এখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করেন।
দুইদিনব্যাপী এই আঞ্চলিক ছায়া জাতিসংঘ সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দৈনিক আলোকিত বাংলাদেশ।
