নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘The Voice of JKKNIU’ প্রতিযোগিতা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৫:৫৪ | অনলাইন সংস্করণ

  নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ময়মনসিংহ বিভাগের সর্ববৃহৎ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “The Voice of JKKNIU”। এটি ক্লাবটির আয়োজনে দ্বিতীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা।

আয়োজকদের মতে, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা পাবলিক স্পিকিং দক্ষতা উন্নয়নের পাশাপাশি আত্মবিশ্বাস, যুক্তি প্রকাশের ক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলি প্রদর্শনের সুযোগ পাবেন।

তারা আরও জানান, “পাবলিক স্পিকিং শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি এমন একটি অনন্য মঞ্চ, যেখানে শিক্ষার্থীরা তাদের কণ্ঠে সমাজ, শিক্ষা ও নেতৃত্বের বার্তা তুলে ধরতে পারবে।”

এবারের প্রতিযোগিতায় মোট ১৫,০০০ টাকা পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিজয়ীরা পাবেন আরও বিভিন্ন আকর্ষণীয় সুযোগ-সুবিধা ও বেনিফিট। অংশগ্রহণের জন্য একক রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা হয়েছে এবং রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে ১৩০ টাকা।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৫। অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আপডেট পেতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।