পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে পুরস্কার বিতরণী
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৯:২৭ | অনলাইন সংস্করণ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত ক্বেরাত, হামদ্-নাত ও রচনা প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপাচার্যের অফিস সংলগ্ন কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
বক্তব্যে উপাচার্য বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) শুধু মুসলমানদের নবী নন, তিনি সমগ্র মানবজাতির জন্য আদর্শ। মুসলমানরা সর্বদা মধ্যপন্থা অবলম্বন করেন, আর সেই মধ্যপন্থার শ্রেষ্ঠ দৃষ্টান্ত মহানবী (সা.)।”
তিনি আরও বলেন, “বিশ্বের একপ্রান্তে যখন আযান শেষ হয়, তখন অন্য প্রান্তে শুরু হয়— আল্লাহর ডাক কখনও থেমে থাকে না।”
বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সহশিক্ষা ও ধর্মীয় কার্যক্রম আয়োজনের প্রশংসা করে উপাচার্য আরও বলেন, “এই ধরনের ইসলামী প্রতিযোগিতা শিক্ষার্থীদের নৈতিক চেতনা জাগ্রত করে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর আয়োজনের জন্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. কামাল, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হুমায়ুন কবিরসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম। কোরআন তেলাওয়াত করেন পুরস্কারপ্রাপ্ত তাহমিনা আবেদীন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন অরূপ চৌধুরী রুদ্র।
অনুষ্ঠানে ক্বেরাত, হামদ্-নাত ও রচনা প্রতিযোগিতা ২০২৫-এর ১৭ জন বিজয়ীর হাতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
