ফল পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ২০১ জন, পাস ৩০৮

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৩:০৪ | অনলাইন সংস্করণ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন শিক্ষার্থী। এছাড়া ফেল থেকে পাস হয়েছেন ৩০৮ জন।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে ফল প্রকাশ করা হয়।

ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য মোট ৮৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ২ হাজার ৩৩১ জনের ফল এবং গ্রেড পরিবর্তন হয়েছে ২ হাজার ৩৭৩ জনের।

গত ১৬ অক্টোবর মূল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

গত বছরের একই পরীক্ষায় মোট পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সেই হিসাবে এবারের পাসের হার কমেছে ১৮ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

খাতা চ্যালেঞ্জের ফল ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে। এছাড়া শিক্ষার্থীদের আবেদন ফর্মে দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট [www.dhakaeducationboard.gov.bd](http://www.dhakaeducationboard.gov.bd) থেকে ফল সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে। একইভাবে অন্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে।