ইবির আন্তঃহল ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জিয়া হল ও খালেদা জিয়া হল

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৯:০৬ | অনলাইন সংস্করণ

  ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল ভলিবল ক্রীড়া প্রতিযোগিতায় শহিদ আনাস হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শহিদ জিয়াউর রহমান হল। অন্যদিকে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেগম খালেদা জিয়া হল। আন্তঃবিভাগ ও আন্তঃহল ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবল ক্রীড়া প্রতিযোগিতায় এ কৃতিত্ব অর্জন করে হল দুটি। 

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভলিবল মাঠে শহিদ জিয়াউর রহমান হল এবং বেলা ১২টায় ইনডোরে বেগম খালেদা জিয়া হল স্ব স্ব ম্যাচে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। 

গত ১৫ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। আজ আন্তঃহল ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ২৩ নভেম্বর থেকে আন্তঃবিভাগ ভলিবল এবং আগামী মাসে আন্তঃবিভাগ ও আন্তঃহল ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস খেলা অনুষ্ঠিত হবে। 

এ বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক শাহ আলম বলেন, খুব ফ্রি এবং ফেয়ারলিভাবে খেলা সম্পন্ন হয়েছে। প্রশাসনের সহযোগিতায় এরকম আয়োজন আরো আরো বেশি বেশি করতে চাই। রাজনৈতিক দল বা বিশেষ কোন গোষ্ঠীর হস্তক্ষেপ না থাকায় অত্যন্ত স্বাধীনভাবে খেলা শেষ করতে পেরেছি।