নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও ই-রিসোর্স ব্যবহারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ২১:২৫ | অনলাইন সংস্করণ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য ‘Access of AI Services & E-Resources Provided by BdREN’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আইকিউএসি আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে অপরিহার্য একটি উপাদান।
তিনি বলেন, “মোবাইল বা কম্পিউটার খুললেই আমরা আজ এআই-এর সম্ভাবনার মুখোমুখি হই। এই প্রশিক্ষণ আপনাদের ব্যক্তিগত উৎকর্ষ বৃদ্ধি করবে এবং শিক্ষকতার মতো পেশায় এ প্রযুক্তির প্রয়োগ আরও গভীরভাবে জানতে সাহায্য করবে।”
ভবিষ্যতে এআই-ভিত্তিক আরও বিস্তৃত প্রশিক্ষণ আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মো. তাওরিত। তারা উচ্চশিক্ষায় ডিজিটাল রিসোর্সের সহজপ্রাপ্যতা, গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং বিডিরেনের সাম্প্রতিক উদ্যোগগুলো তুলে ধরেন।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন) এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ।
কারিগরি বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বিডিরেনের সিস্টেম অ্যান্ড সার্ভিসের জেনারেল ম্যানেজার খন্দকার রাশেদুল আরেফিন, ইনোভেশনের ম্যানেজার আবু নাসের মো. নাফিউ এবং ড. এম হোসাম হায়দার চৌধুরী। তারা গবেষণা ডাটাবেজ, এআই-ভিত্তিক একাডেমিক টুল, সাইবার নিরাপত্তা এবং বিডিরেনের প্রদত্ত ই-রিসোর্স ব্যবস্থাপনার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণ কর্মসূচির সভাপতির বক্তব্যে আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন বলেন, “উচ্চশিক্ষার মানোন্নয়নে প্রযুক্তি ব্যবহার এখন সময়ের দাবি। এ ধরনের প্রশিক্ষণ আমাদের একাডেমিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করে।”
উদ্বোধনী সেশন পরিচালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।
দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এআই টুলস ব্যবহারের কৌশল, বিডিরেন ই-রিসোর্স অ্যাক্সেস এবং গবেষণায় প্রযুক্তির প্রয়োগ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
