বর্ণাঢ্য আয়োজনে ইবির ৪৭তম দিবস পালন
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৬:৫৫ | অনলাইন সংস্করণ
ইবি প্রতিনিধি

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরবর্তীতে পর্যায়ক্রমে কেক কাটা, আনন্দ র্যালি, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণ, কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং ‘দ্য মেসেঞ্জার’ নামক ইরানী মুভি প্রদর্শনের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হয়।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান ও কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ১৯৭৯ সালের এই দিনে বিজ্ঞান, আধুনিকতা, সোশ্যাল সায়েন্স এবং ইসলামিক শিক্ষার সমন্বয়ে একটি আধুনিক ও আদর্শ শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটি ক্যাম্পাসে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বিত স্বাদ পাওয়ার উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।
আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরির জন্য পুরোনো এমওইউগুলো সচল করার পাশাপাশি নতুন কানেকটিভিটি তৈরি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মূল কাজ শিক্ষণ ও গবেষণা। তবে গবেষণার জন্য সরকারি বাজেট অপর্যাপ্ত হওয়ায় বিভিন্ন উৎস থেকে বাজেট সংগ্রহের চেষ্টা করা হবে।
সকলের ভালোবাসা ও সহমর্মিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় একটি আধুনিক ও সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নেবে।
