মানারাত ইউনিভার্সিটিতে ফার্মেসি ৪০তম ব্যাচের বিদায় সংবর্ধনা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ২০:২৯ | অনলাইন সংস্করণ

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগের ৪০তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আশুলিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং ফার্মেসি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মুনিরা আহসান।
এছাড়া এতে বিভাগের শিক্ষকবৃন্দ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিদায়ী ছাত্রছাত্রীদের সংবর্ধনা স্মারক প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
