বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বেরোবি প্রেসক্লাব
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৯ | অনলাইন সংস্করণ
বেরোবি প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রেসক্লাব।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সকাল ১১টায় বেরোবি স্বাধীনতা স্মারকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় বেরোবি প্রেসক্লাবের সভাপতি গাজী আজম হোসেন বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি অর্জন করেছে চূড়ান্ত বিজয়। এই দিনে আমরা পেয়েছি স্বাধীনতা ও নিজস্ব লাল-সবুজের পতাকা। আজ মহান মুক্তিযুদ্ধে শহীদ সব বীর সন্তানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
পুষ্পস্তবক অর্পণকালে আরও উপস্থিত ছিলেন বেরোবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব সরকার, সহ-সভাপতি কামরুল হাসান কাব্য, যুগ্ম সম্পাদক মো. রিফাত ইসলাম, দপ্তর সম্পাদক সাবিহা আক্তার শ্রাবণীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
