হাদী হত্যা ও হামলা: নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের প্রতিবাদ

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১৬:৫০ | অনলাইন সংস্করণ

  নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। একই সঙ্গে তার মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা এবং নিউ এজ-এর সম্পাদক নুরুল কবীরকে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শ্রাবণ মণ্ডল বলেন, শরীফ ওসমান হাদী অন্যায়, অবিচার ও সহিংসতার বিরুদ্ধে নির্ভীক কণ্ঠ ছিলেন। ন্যায়, সত্য ও গণতন্ত্র রক্ষায় তার আপসহীন অবস্থান তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে, শরীফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরকে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক ফোরাম।

সাংবাদিক ফোরামের বিবৃতিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী ও উসকানিমূলক গোষ্ঠী পরিকল্পিতভাবে গণমাধ্যমের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। জুলাই অভ্যুত্থানের পরও সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা এবং একজন প্রবীণ সম্পাদককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পরিপন্থী।

সংগঠনটি মনে করে, ন্যায় ও সত্যের পক্ষে কথা বলা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভিন্নমতের প্রতি সহনশীল পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।