সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ২০:৩৬ | অনলাইন সংস্করণ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গণভোট বিষয়ক সচেতনতামূলক ব্যানার এবং সরকারি যোগাযোগে গণভোটের লোগো প্রদশর্ন সম্পর্কিত জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত ১১ জানুয়ারি মাউশির সিনিয়র সহকারী সচিব মো. রাজবুল আলম স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় জানানো হয়েছে এ তথ্য।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একইসঙ্গে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এই গণভোটের ব্যাপারে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরি করা প্রয়োজন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এ অবস্থায় গণভোটের ব্যাপারে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিকল্পে সূত্রোক্ত স্মারকের নির্দেশনা মোতাবেক সব সরকারি যোগাযোগে (পত্র, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্র ইত্যাদি) নির্বাচনের পূর্ব পর্যন্ত গণভোটের লোগো (এর স্বচ্ছ কপি নির্বাচন কমিশনের ওয়বেসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে) ব্যবহার এবং এর আওতাধীন সব প্রতিষ্ঠানে দুটি করে খাড়া ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সভা, সমাবেশ ও নির্বাচনি প্রচারণার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মাউশি।