নারীদের অনলাইন হ্যারাজমেন্ট ও বিচারহীনতার প্রতিবাদে রাজুতে মানববন্ধন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ২১:৪৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

অব্যাহতভাবে নারীদের অনলাইন হ্যারাজমেন্ট ও স্লাটশেমিং, হিজাব ও নিকাব নিয়ে বিভিন্ন মহল থেকে কুরুচিপূর্ণ মন্তব্য এবং শহীদ শরিফ ওসমান বিন হাদীর হত্যার বিচারহীনতার দীর্ঘসূত্রিতার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া নুসরাত মীম ও তাহমিদা আকবর। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না।

মানববন্ধনের সমাপ্তি বক্তব্যে সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না বলেন, সারাদেশে নারীদের বিরুদ্ধে চলমান স্লাটশেমিং ও হ্যারাজমেন্ট বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, নারীর পোশাকের স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতায় যারা হস্তক্ষেপ করছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শহীদ শরিফ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ার একটি সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে জাতির সামনে প্রকাশ করার দাবি জানান তিনি।

সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না বলেন, যদি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কোনো খুনি দেশের বাইরে অবস্থান করে, তাহলে ইন্টারপোলের মাধ্যমে তাকে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে খুনের সঙ্গে জড়িত প্রত্যেক পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও সহযোগীর পরিচয় জাতির সামনে প্রকাশ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।