নাকসু অনুমোদনের পথে নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৫:০৭ | অনলাইন সংস্করণ

  নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (নাকসু) গঠনের জন্য প্রণীত গঠনতন্ত্র চ্যান্সেলরের অনুমোদনের আগে পরীক্ষা ও চূড়ান্তকরণসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গঠিত কমিটির প্রথম সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আগামী সোমবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করবেন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

জানা গেছে, সাত সদস্যবিশিষ্ট এই কমিটি নাকসু গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য খসড়া গঠনতন্ত্র পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন এবং চূড়ান্ত অনুমোদনের সুপারিশ করবে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. আশরাফুল আলম প্রতিনিধি হিসেবে রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় দুই দশক ধরে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যক্রম না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংসদ ও হল সংসদ গঠনের দাবি জোরালো হয়ে ওঠে। এ দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন ও সাধারণ শিক্ষার্থীর সঙ্গে দুই দফা বৈঠক করে।

বৈঠকের আলোচনার ভিত্তিতে একটি খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয়, যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এরপর গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইউজিসির কাছে ছাত্র সংসদ ও হল সংসদের অনুমোদনের জন্য আবেদন করা হয়।

ইউজিসির সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকে খসড়া গঠনতন্ত্র, ছাত্র সংসদের কাঠামো, নির্বাচন পদ্ধতি এবং প্রশাসনিক বিষয়গুলো উপস্থাপন করা হবে। বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও হল সংসদ গঠনের পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে।