শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৬:২৮ | অনলাইন সংস্করণ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সবধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। এ অবস্থায় শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজন আইনসংগত নয়। উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব ধরনের সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক নির্বাচন স্থগিত করায় শাকসু নির্বাচনও ১২ ফেব্রুয়ারির আগে আয়োজন না করার প্রজ্ঞাপন জারি করেছিল নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘ ২৮ বছর পর ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এ ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।
নির্বাচন স্থগিতের প্রতিবাদে কয়েক দিন ধরে শাবিপ্রবি ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। তাদের দাবির প্রতি সংহতি জানান শিক্ষকদের একটি বড় অংশও। পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার (১৪ জানুয়ারি) রাতে অনলাইনের মাধ্যমে নির্বাচন আয়োজনের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠায়।
এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন শাকসু নির্বাচন আয়োজনের অনুমতি দেয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন পরিচালনা–২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, নির্ধারিত শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করা হলে শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশনের কোনো আপত্তি নেই।
এদিকে শাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার সময় ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা শেষ হওয়ার কথা থাকলেও কয়েকজন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রার্থীরা রোববার রাত ৯টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। এর আগে শনিবার রাত ১০টায় প্রচারণা শেষ হওয়ার কথা ছিল।
আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে শাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
