ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায়

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৬:০১ | অনলাইন সংস্করণ

  ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

বিভাগটির সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।

বিশেষ অতিথি ছিলেন বিভাগটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. রাকিবা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষক এবং শতাধিক নবীন ও প্রবীণ শিক্ষার্থী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, অতিথিদের আসন গ্রহণ ও ফুল দিয়ে বরণ, নবীনদের উপহার সামগ্রী দিয়ে বরণ এবং প্রবীণদের ক্রেস্ট দিয়ে বিদায় দেওয়া হয়। পরবর্তীতে সাংস্কৃতিক পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে বলেন, ছাত্রবান্ধব শিক্ষকের প্রথম কাজ হলো ক্লাসে যাওয়া। শিক্ষার্থীদের একাডেমিক কাজে সংযুক্ত করার একমাত্র উপায় একাডেমিক ক্লাস।

আজ শিক্ষার্থীরা যে অনাকাঙ্ক্ষিত কাজ বা মুভমেন্টে জড়াচ্ছে, তার অন্যতম কারণ শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ধরে রাখতে পারছেন না। যদি শিক্ষকরা শতভাগ ক্লাস নিশ্চিত করতে পারেন, তাহলে শিক্ষার্থীরা অন্য কাজে সময় নষ্ট করার সুযোগ কম পাবে। এতে করে তাদের সার্বিক উন্নতি সম্ভব হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সফলতার জন্য সততার সঙ্গে পরিশ্রম করে যেতে হবে। পাশাপাশি আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে। এছাড়া কোনো কাজ করতে গেলে কমিটমেন্ট রাখতে হবে যে সেটি করতেই হবে। এসব কাজে সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখতে হবে।

তিনি আরও বলেন, তোমরা যাই করো, পড়াশোনাটা ঠিকভাবে করো। তোমাদের এখানে আসার প্রধান লক্ষ্য হলো পড়াশোনা করে সুন্দর ভবিষ্যৎ গড়া। পড়াশোনার পাশাপাশি আকিদার প্রতি বিশ্বাস রাখতে হবে। ভালো সিজিপিএ একটি ভালো অর্জন, কিন্তু মোরালিটি তোমাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। পড়াশোনার পাশাপাশি বাবা-মার প্রতি যত্নশীল হতে হবে। শৈশবে বাবা-মা যেমন তোমাদের লালন-পালন করেছেন, বার্ধক্যে তাদেরও তেমনি সেবা করতে হবে।