বেরোবিতে শীত উৎসবের উদ্বোধন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ২১:০৮ | অনলাইন সংস্করণ
বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শীত উৎসবের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী উৎসবটির উদ্বোধন করেন।
এসময় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ শীত উৎসবে যারা স্টল দিয়েছেন এবং স্পন্সর হিসেবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যে যে আয়োজন করেছে, তা প্রশংসনীয় ও অনুসরণযোগ্য।
তিনি আরও বলেন, ক্লাস ও পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা সৃষ্টিশীল কর্মকাণ্ডে যুক্ত থাকলে তাদের মানসিক সজীবতা বৃদ্ধি পায়। এ ধরনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ধরনের বাহারি পিঠা-পুলির স্টল বসিয়েছেন। স্টলগুলোতে দুধ চিতই, মালপোয়া, কাপ কেক, পাটি সাপটা, গোলাপ পিঠা, জামাই পিঠা, নুনিয়া, নারিকেল পাকন, শামুক পুলি, সূর্যমুখী পুলি, কুমড়াপাটিসাপটা, দুধ পাকনসহ নানা রকম ঐতিহ্যবাহী পিঠার সমাহার ছিল।
